এই দুজনকে অতিথি হিসেবে বাছাইয়ের অন্যতম কারণ হলো, দুজনই করণের খুব ঘনিষ্ঠজন। নির্মাতা হিসেবে করণের অভিষেক কুচ কুচ হোতা হ্যায় ছবি দিয়ে। তাতে অভিনয় করেছিলেন শাহরুখ। আর অভিনেত্রী হিসেবে আলিয়ার অভিষেক করণ পরিচালিত ছবি দিয়ে। তাই এই তিনজনের মধ্যে রয়েছে এক বিশেষ সম্পর্কের রসায়ন। তা ছাড়া গৌরী শিন্ডে পরিচালিত আলিয়ার আসন্ন ছবি ডিয়ার জিন্দেগিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। ‘কফি উইথ করণ’-এর প্রচার ও ডিয়ার জিন্দেগির মুক্তি প্রায় কাছাকাছি সময়েই হবে। তাই তো করণ তাঁর আলোচিত টক শোর নতুন মৌসুমের শুভারম্ভ করার জন্য সবচেয়ে যোগ্য অতিথি হিসেবে আলিয়া ও শাহরুখকেই শেষ নাগাদ বেছে নিলেন।
আরো জানতে নিচের লিংকে ক্লিক
করুন
0 comments:
Post a Comment