‘বাহুবলী টু’ ছবির চিত্রায়ণ শেষ হবে এ বছরের নভেম্বরে। এসএস রাজামৌলির পরিচালনায় নির্মিত এ ছবির কলাকুশলীরা লম্বা সময় ধরে কাজ করছেন। এখন ক্লাইমেক্স দৃশ্যের কাজ হচ্ছে।
২০১৭ সালের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবিগুলোর মধ্যে এটি অন্যতম। ‘বাহুবলী’র মতো এর দ্বিতীয় কিস্তিতেও থাকছে কিছু বিস্ময়কর যুদ্ধের দৃশ্য।
আগামী ২৩ অক্টোবর ছবিটির অভিনেতা প্রভাসের জন্মদিনে নতুন পর্বের ট্রেলার ছাড়ার পরিকল্পনা আছে নির্মাতাদের।
এতে আরও অভিনয় করেছেন রান্না দাগ্গুবাতি, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি।
প্রথম ছবির চেয়ে আরও রুদ্ধশ্বাস এসব দৃশ্য দেখলে দর্শকদের কাছে স্বপ্নময় মনে হবে বলে শোনা যাচ্ছে।
‘বাহুবলী’র ট্রেলার মুক্তির পরপরই সোরগোল পড়ে গিয়েছিল। প্রেক্ষাগৃহে আসার পর তো এটি দুনিয়া কাঁপিয়েছে!
0 comments:
Post a Comment