Friday, September 30, 2016

মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানে হতাহত ৩২


মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানে হতাহত ২৫আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে মার্কিন ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১১ জন। হামলায় নিহতদের মধ্যে এক ডজনেরও বেশি বেসামরিক ব্যক্তি বলে একাধিক আফগান সূত্র জানিয়েছে। বুধবার নানগারহার প্রদেশের আইন প্রণেতা এসমাতুল্লাহ শিনওয়ারির বরাত দিয়ে মার্কিন সংবাদ সংস্থা এপি। 
অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি জানিয়েছেন, প্রদেশের আচিন জেলায় একজন উপজাতি নেতা সৌদি আরবে হজ পালন শেষে বাড়ি ফিরলে তাকে স্বাগত জানাতে বহু লোক তার বাড়িতে জড়ো হলে মার্কিন বাহিনী ড্রোনের মাধ্যমে সেখানে হামলা চালালে এসব ব্যক্তি নিহত হয়। এছাড়া ওই হামলায় উপজাতি নেতাসহ আরো অন্তত ১১ ব্যক্তি আহত হয়েছে বলে জানান তিনি। হামলায় নিহত ২১ জনের মধ্যে ১৩ জনই বেসামরিক ব্যক্তি বলে একাধিক আফগান সূত্র জানিয়েছে।
এদিকে বুধবার সকালে আচিন জেলায় সন্ত্রাসবিরোধী বিমান হামলা চালানো হয়েছে বলে আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল চার্লস ক্লেভেল্যান্ড নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, বুধবার আচিন প্রদেশে সন্ত্রাসবিরোধী বিমান হামলা চালানো হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে এ অভিযান বিষয়ে আমরা বিস্তারিত কিছু প্রকাশ করেনি। তিনি আরো বলেন, সেখানে বেশকিছু বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার ব্যাপারে আমরা অবগত আছি এবং সেইসঙ্গে সেখানে ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি। তবে মার্কিন এই ড্রোন হামলায় অন্তত ৩৫ বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আফগান সূত্রগুলো


বিস্তারিত আরো  জানতে  নিচে ক্লিক  করু

https://www.blogger.com/home
Location: Bangladesh

0 comments:

Post a Comment