Thursday, September 29, 2016

৩ হাজার ৭১১ টাকা ইএমআই-তে ইয়াঙ্গুন ভ্রমণের সুযোগ

৩ হাজার ৭১১ টাকা ইএমআই-তে ইয়াঙ্গুন ভ্রমণের সুযোগ

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ব্যাংকের 'ইক্যুয়াল মান্থলি ইনস্টলমেন্ট' (ইএমআই)-এর মাধ্যমে ৩ হাজার ৭১১ টাকা প্রদান করে মায়ানমারের ইয়াঙ্গুন ভ্রমণের সুযোগ দিচ্ছে।
 
বুধবার নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়, যাত্রীদের সুবিধার্থে ইস্টার্ন ব্যাংক লি.,মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লি., স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লি., সোশ্যাল ইসলামী ব্যাংক লি., সাউথইস্ট ব্যাংক লি., এনসিসি ব্যাংক লি., সিটি ব্যাংক লি., মেঘনা ব্যাংক লি.-এর 'ইএমআই' ব্যবহার করা যাবে। 
 
এতে বলা হয়, উল্লিখিত ব্যাংকগুলোর কার্ডধারীরা ছয়মাসে 'শূন্য' শতাংশ ইন্টারেস্টে ইয়াঙ্গুন ভ্রমণ করতে পারবেন।
 
প্রসঙ্গত, নভোএয়ার সপ্তাহে তিনদিন- রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার, বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে ইয়াঙ্গুনের উদ্দেশ্যে ফ্লাইট পরিচালনা করে। -বাসস।

বিস্তারিত আরো  জানতে  নিচে ক্লিক  করু




Location: Bangladesh

0 comments:

Post a Comment