Friday, September 30, 2016

ধ্বংসস্তূপে লাশের খোঁজে সেনাবাহিনীর ডগ স্কোয়াড

টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তূপে মরদেহ ও দেহাবশেষের সন্ধানে গতকাল ডগ স্কোয়াড নামিয়ে অনুসন্ধান চালান সেনাসদস্যরা l ছবি: প্রথম আলো



গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার ধ্বংসস্তূপে আর কোনো লাশ রয়েছে কি না, তা খুঁজে দেখতে গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনীর ডগ স্কোয়াড নামানো হয়। তবে বিকেল পর্যন্ত নতুন করে কোনো লাশ বা দেহাবশেষ উদ্ধার হয়নি।

ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত রেখেছেন সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ধ্বংসস্তূপ পুরোপুরি সরিয়ে না নেওয়া পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, কারখানার ধ্বংসস্তূপে আর কোনো মরদেহ বা দেহাবশেষ আছে কি না, তা বের করার জন্য সেনাবাহিনী চারটি কুকুর নিয়ে অভিযান চালিয়েছে গতকাল দুপুর থেকে। তবে কোনো লাশ উদ্ধার করা যায়নি।
পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর ভয়াবহ ওই দুর্ঘটনার পরদিন থেকেই সেনাবাহিনীর ১৪ ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা ওই কারখানায় উদ্ধারকাজ শুরু করেন। গত বুধবার বিকেলে কারখানার ধ্বংসস্তূপ থেকে তিনটি হাড় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, আগের উদ্ধার করা দেহাবশেষগুলোর মধ্যে কোনো একজনের হাড় হতে পারে এগুলো। সেগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্য লাশগুলোর মতো হাড়গুলোর ডিএনএ পরীক্ষা করা হবে।
ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন, ধ্বংসস্তূপ পুরোপুরি সরিয়ে নিতে আরও সময় লাগবে। ভবনের ভেতরে থাকা রাসায়নিক বিস্ফোরণের আশঙ্কায় সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে।
গত ১০ সেপ্টেম্বর টাম্পাকো কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৪ জন। নিখোঁজ রয়েছেন ১১ জন। শনাক্ত না হওয়া ১০টি লাশ আছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। এ ঘটনায় মালিকসহ অন্যদের বিরুদ্ধে দুটি হত্যা মামলা হয়েছে।




Location: Bangladesh

0 comments:

Post a Comment