Saturday, October 01, 2016

ফাইনালে আর্জেন্টিনা



বিশ্বকাপ ফুটবল এবং দুই কোপা আমেরিকার পর ফুটসাল বিশ্বকাপেরও ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামীকাল রাশিয়ার বিপক্ষে ফাইনালে আগের তিন ফাইনালের পুনরাবৃত্তি না হলেই হলো।
বুধবার কলম্বিয়ার কলিসেও এল পাবলো কালিতে অনুষ্ঠিত সেমিতে ম্যারাডোনা-মেসির দেশ ৫-২ গোলে হারায় পর্তুগালকে। পর্তুগালকে এখন শনিবার তৃতীয় স্থানের জন্য লড়তে হবে ইরানের সাথে।

দীর্ঘ সময় বড় আসরে চ্যাম্পিয়ন হতে ব্যর্থ আর্জেন্টিনা। সর্বশেষ ২০০৮ অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল লাতিন দেশটি। ২০১৪ বিশ্বকাপে ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে জার্মানির কাছে হার তাদের। গত বছর এবং এবারের কোপা আমেরিকাতে ফাইনালে চিলির কাছে হেরেছে টাইব্রেকারে।
ফুটসাল (ইনডোর) বিশ্বকাপেও কি গত তিন আসরের ব্যর্থতা পিছু নেবে নাকি শিরোপায় হাত ছোঁয়ানো হবে আর্জেন্টিনার সে উত্তর মিলবে আগামীকাল।


বিস্তারিত আরো  জানতে  নিচে ক্লিক  করু

https://www.blogger.com/home
Location: Bangladesh

0 comments:

Post a Comment