Thursday, October 06, 2016

রাতে মাঠে নামবে ইতালি-স্পেন

খেলার সময় খেলার সময়

রাতে মাঠে নামবে ইতালি-স্পেন

Update: 2016-10-06 13:16:19, Published: 2016-10-06 13:16:20


ইউরোপ অঞ্চলের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামবে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ইতালি ও স্পেন। ঘরের মাঠ য়্যুভেন্তাস স্টেডিয়ামে খেলা বলে যেমন এগিয়ে থাকবে ইতালি, তেমনি ইউরো চ্যাম্পিয়নশিপের হারের প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে স্পেন।

অন্য ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে গ্যারেথ বেলের ওয়েলস। সবগুলো ম্যাচই শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।

ফুটবলের দুই পাওয়ারহাউসের লড়াই। কি ইতালি, কি স্পেন কেউ কাউকে ছেড়ে দেবার পাত্র নয়। তবে সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের দেখায় ২-০ গোলে জয় পেয়েছিলো আজ্জুরিরাই।

সেই জয় যেমন প্রেরণা হয়ে থাকবে ইতালির তেমনি ঘরের মাঠ তুরিনে খেলা বলেই কিছুটা এগিয়ে থাকবে জিয়ামপিয়েরো ভেঞ্চুরার দল। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ জি'এর ম্যাচে আগের ম্যাচে

ইসরাইলের বিপক্ষে আগের ম্যাচে ৩-১ গোলে জিতেছে ইতালি। ডিফেন্ডার গিওর্গিও কিয়েলিনি আগের ম্যাচে নিষিদ্ধ হয়েছেন। তার পরিবর্তে দেখা যেতে পারে য়্যুভেন্তাস ডিফেন্ডার ওগবনা অথবা রোমাগনলিকে। আগের ম্যাচে আজ্জুরি কোচ ভেঞ্চুরা এসি মিলানের জিয়ানলুইগি ডোনারোমাকে অভিষেক করালেও স্প্যানিশদের বিপক্ষে অভিজ্ঞ আর বিশ্বস্ত বুফনের ওপরই ভরসা রাখবে ইতালি। মোট ৪৪ বারের দেখায় ইতালির জয় ১৫ ম্যাচে আর স্পেনের জয়ের সংখ্যা ১২।

এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপের হারের প্রতিশোধ নিতে মুখিয়ে আছে স্পেন, হোক না সেটা অ্যাওয়ে ম্যাচ। মাঝমাঠে থিয়াগো আলকান্তারা, অ্যান্ডার হেরেরা, কোকে কোচ হুলেন লোপেতেগুইয়ের আস্থার নাম।

হোসে ক্যালিজনের পাশাপাশি স্কোর করার দায়িত্বে মূল ভুমিকা পালন করবেন চেলসি স্ট্রাইকার দিয়েগো কস্তা। আর হাই ভোল্টেজ ম্যাচে গোল কিপিংয়ে ডেভিড ডি গিয়াই লা রোহাদের মূল ভরসা।

এদিকে, গ্রুপ ডি তে ভিয়েনার আর্নেস্ট হ্যপেল স্টাডিওনে গ্রুপ লিডার ওয়েলসের প্রতিপক্ষ অস্ট্রিয়া। ইউরোর সেমিফাইনাল খেলা ওয়েলস আছে দারুণ ছন্দে। ক্রিস কোলম্যানের আশা এবারো সেই ফর্ম ধরে রাখবে ওয়েলস। অ্যারন রামসে ইনজুরির কারণে দলের বাইরে থাকলেও পুরো ওয়েলস তাকিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের দিকেই।

এদিকে মার্সেল কোলার্সের অস্ট্রিয়ার মুল শক্তি বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার ডেভিড আলাবা আর মার্কো। তবে ইনজুরিতে পড়া স্ট্রাইকার মার্ক ইয়াঙ্কো মিস করতে পারেন গুরুত্বপূর্ণ এই ম্যাচ।
Location: Bangladesh

0 comments:

Post a Comment