Sunday, October 02, 2016

ভারত–পাকিস্তানকে মধ্যস্থতার প্রস্তাব বান কি মুনের




ভারত–পাকিস্তানকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুন।
জাতিসঙ্ঘের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্তে উদ্বিগ্ন জাতিসঙ্ঘে মহাসচিব। দুই দেশের সরকারের কাছে তার আবেদন, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেয়া হোক। প্রয়োজনে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসতেও রাজি তিনি। আলাপ–আলোচনার মাধ্যমে কাশ্মীরসহ সমস্ত সমস্যাগুলি মিটিয়ে দিতে চান।
ভারত দাবি করেছে, গত মাসে কাশ্মিরের উরিতে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে তারা পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে 'সার্জিক্যাল স্ট্রাইকস' পরিচালনা করেছে।
তবে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি মেনে নেয়নি ইসলামাবাদ। তবে ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে জাতিসঙ্ঘে সরব হয়েছে তারা। বহুদিন ধরে সীমান্তে ভারত–পাকিস্তানের গতিবিধির ওপর নজর রাখছে জাতিসঙ্ঘ সামরিক পর্যবেক্ষণ বিভাগ। সীমান্তে ও নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনে চোখে পড়লেই বিষয়টি জাতিসঙ্ঘ তোলা হয়
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/157606#sthash.JBKtTzD4.dpuf
Location: Bangladesh

0 comments:

Post a Comment