Tuesday, October 04, 2016

অনলাইনে পূজার উপস্থাপনা, কলকাতায় পুরস্কার চালু

দুর্গাপূজা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে কলকাতার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন এবং প্রবাসী ভারতীয়দের পরিচালিত প্রতিষ্ঠান ‘আরবানা’ যৌথভাবে পুরস্কার চালু করেছে। পূজার ১০ দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শারদীয় ডিজিটাল ইমপ্যাক্ট পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। সে ঘোষণায় অভূতপূর্ব সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন আয়োজকেরা। ৭০০-এর বেশি আবেদন নথিভুক্ত হয়।

গত শুক্রবার কলকাতার আরবানা কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে পুরস্কার প্রদান কমিটির কর্মকর্তারা বলেছেন, আগামী বছর দুর্গাপূজা উৎসব পালনকারী বাঙালিরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এই প্রতিযোগিতায় নাম লেখাতে পারবেন। সংবাদ সম্মেলনে কলকাতার গায়ক সিধু, সুরজিৎ, ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখোপাধ্যায়, লোপামুদ্রা মণ্ডল সাহা ও ডিজে আকাশের উপস্থিতিতে ২০১৬ সালের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সেরা পুরস্কার পায় গলফ ক্লাব রোড দুর্গাপূজা কমিটি। বিচারকদের একজন ডিজে আকাশ জানিয়েছেন, সাত শর বেশি দুর্গপূজার আয়োজকেরা অংশ নিয়েছিলেন। তাঁরা সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগ নিয়েছেন। এমনকি একটি বাড়ির পূজাও সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুলে এই উদ্যোগে শামিল হয়েছে।
সেরার কমিটির পাশাপাশি আরও দুটি পূজা কমিটিকেও পুরস্কৃত করার জন্য বাছাই করেছেন বিচারকমণ্ডলী। এরা হলো দক্ষিণ কলকাতা সাহাপুর পঞ্চবটিতলা সম্মিলনী ও উত্তর কলকাতার কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দের পূজা কমিটি।


Location: Bangladesh

0 comments:

Post a Comment