ইরান ২০১১ সালে আটক করা যুক্তরাষ্ট্রের নির্মত আরকিই-১৭০ মডেলের একটি ড্রোন থেকে আরও উন্নত প্রযুক্তির দুই ধরণের ড্রোন বানিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে পহেলা অক্টোবর এ খবর প্রকাশ করে। খবর যুক্তরাজ্যের সপ্তাহিক আইএইচএস জেন্স ডিফেন্সের।
ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিমা নিউজে প্রচারিত একটি খবরের ফুটেজে ইসলামিক রেভ্যুলেশন গার্ডস কর্পসের (আইআরজিসি) সর্বশেষ অর্জন হিসেবে এ দু'টি ড্রোনকে দেখানো হয়।
ইরানের নতুন দু'টি মডেলের (১৩ ইউএভিস ও ১১ ইউএভিস) ড্রোনের নামকরণ করা হয়েছে শায়েকেহ বা বজ্রপাত। এগুলো মার্কিন প্রযুক্তির চেয়েও উন্নত প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে বলে সিমা নিউজের খবরে দাবি করা হয়।
তবে এগুলো ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম কি না তা বলা হয়নি।
0 comments:
Post a Comment