Tuesday, October 04, 2016

ধেয়ে আসছে চীনের মহাকাশ স্টেশন

.


নিয়ন্ত্রণ হারিয়ে ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসছে ‘তিয়ানগং-১’ নামের চীনের প্রথম মনুষ্যবাহী মহাকাশ স্টেশন। গত কয়েক মাসে এ নিয়ে নানা খবর বের হলেও চীন তা এত দিন গুজব বলেই উড়িয়ে দিয়ে এসেছে। সেপ্টেম্বর মাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকার করে নেন চীনের মহাকাশ গবেষণাকেন্দ্রের বিশেষজ্ঞরা। ২০১৭ সাল নাগাদ পৃথিবীর বুকে তিয়ানগং-১ আছড়ে পড়বে বলেও জানিয়েছেন তাঁরা। বর্তমানে মহাকাশ স্টেশনটি নিজস্ব কক্ষপথে পৃথিবী থেকে প্রায় ২৩০ মাইল ওপরে পৃথিবীকে প্রদক্ষিণ করছে।
পৃথিবীর বুকে পতনের সময়ে মহাকাশ স্টেশনটির বেশির ভাগ অংশ পুড়ে যাবে বলেও জানান           চীনের মনুষ্যবাহী মহাকাশ প্রকৌশল কার্যালয়ের উপপরিচালক উ পিং। তিয়ানগং-১-এর গতিবিধি    সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে দেশটির মহাকাশ  গবেষণাকেন্দ্র। এটি কবে ও কোথায় পতিত হবে, তা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
তিয়ানগং-১ নামের অর্থ ‘স্বর্গীয় প্রাসাদ’। ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয় ৩৪ ফুট লম্বা এই মহাকাশ স্টেশন। এরপর অনেক জ্যোতির্বিজ্ঞানী এর গতিবিধির ত্রুটি লক্ষ করলেও চীন সরকার তা আমলে নেয়নি। তিয়ানগং-১-এর কতটুকু অংশ এখন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, তা এখনো নিশ্চিত করে বলেনি চীন।

এদিকে গত সপ্তাহে চীন তাদের নতুন পরীক্ষামূলক মহাকাশ স্টেশন তিয়ানগং-২ উৎক্ষেপণ করেছে।
Location: Bangladesh

Related Posts:

  • অ্যাপলকে ঠেকাতে নতুন স্মার্টফোন আনল গুগল। নেক্সাস ব্র্যান্ড বাদ দিয়ে আনল নতুন ব্র্যান্ড। নতুন এই ব্র্যান্ডের নাম পিক্সেল। গতকাল মঙ্গলবার যুক্তরা… Read More
  • 'ভেবেছিলাম ওরা আমাকে ধর্ষণ করবে' প্যারিসের হোটেলে জিম্মিদশার বিষয়ে মুখ খুলেছেন জনপ্রিয় টিভি উপস্থাপিকা কিম কার্দাশিয়ান। তিনি জানিয়েছেন, ধরেই নিয়েছিলেন মুখোশধারীরা তাকে ধর্ষণ করতে … Read More
  • শুরু হলো ডেনিম উৎসব রাজধানী ঢাকায় শুরু হলো ষষ্ঠ ডেনিম উৎসব। র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে দুই দিনব্যাপী এ প্রদর্শনী গতকাল বুধবার শুরু হয়েছে। ডেনিমঅ্যান্ডজিনস … Read More
  • ছবির আয়নায় নিজেকে দেখুন! ‘এই পৃথিবী হলো একটা মঞ্চ। আর আমি সেখানে অভিনেতা।’—আয়নাবাজি ছবির শেষ সংলাপ এটি। ছবিতে শরাফত করিম ওরফে আয়না চরিত্রের চঞ্চল চৌধুরী যখন শেষবারের… Read More
  • ‘অশালীন’ বক্তব্য দিলে এনজিওর নিবন্ধন বাতিল কোনো বেসরকারি সংস্থা বা ব্যক্তি সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে বিদ্বেষমূলক বা অশালীন বক্তব্য দিলে বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করলে তা অপরাধ… Read More

0 comments:

Post a Comment