টেনিস তারকা মারিয়া শারাপোভার ডোপিং নিষেধাজ্ঞা দুই বছর (২৪ মাস) থেকে কমিয়ে ১৫ মাস করা হয়েছে। ক্রীড়া বিষয়ক সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশনে শারাপোভার আপিলের প্রেক্ষিতে তার শাস্তি কমানো হলো।
২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের সময় ড্রাগ টেস্টের মেলডোনিয়ামে পজিটিভ হওয়ায় শারাপোভাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। নিষেধাজ্ঞা কমে আসায় ২৯ বছর বয়সী পাঁচটি গ্র্যান্ডস্লাম জয়ী তারকা ২৬ এপ্রিল,২০১৭’র মধ্যে খেলায় ফিরতে পারবেন।
মেলডোনিয়াম হৃদরোগের চিকিৎসার ঔষধ এবং চলতি বছরের জানুয়ারি মাসে এটি নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। শারাপোভা বলেছেন, স্বাস্থ্যগত কারণে ২০০৬ সাল থেকে এই ড্রাগ নিচ্ছেন, পারফরম্যান্স বর্ধক হিসেবে নয়। রাশিয়ান এই টেনিস তারকা দাবি করেন, তিনি জানতেন যে এটি বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সির নিষিদ্ধ তালিকায় রয়েছে।
আরো খবর জানতে ক্লিক করুন
কোন কিছু বেচা-কেনা করুন এখান থেকে সম্পূর্ণ ফ্রি তে
0 comments:
Post a Comment