বুধবার রাতে বরুশিয়া পার্কে শুরু থেকে আক্রমনাত্মক খেলে মনশেনগ্লেডবাখ। প্রথমার্ধের ৩৪ মিনিটে মনশেনগ্লেডবাখের পক্ষে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় টরগান হ্যাজার্ড। তবে ৩৯তম মিনিটে সুয়ারেজের ভলি ঝাঁপিয়ে স্বাগতিকদের বিপদমুক্ত রাখেন সমার। প্রথমার্ধে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে কাতলানরা।
মেসিহীন বার্সা গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৬৫ মিনিটে আরদা তুরানের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ৭৪ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন জেরার্ড পিকে। নেইমারের কর্নার থেকে সুয়ারেজের জোরালো শট গোলরক্ষক ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল জালে পাঠিয়ে দেন স্প্যানিশ এই ডিফেন্ডার।
৭৭তম মিনিট তুরানের বুদ্ধিদীপ্ত চিপ কোনোরকমে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন মেসিহীন বার্সা।
এ জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে কাতালানরা।
0 comments:
Post a Comment