আর্সেনাল তাদের দুটি গোলই পেয়েছে প্রথমার্ধে। দলের হয়ে জোড়া গোল করেছেন ইংলিশ ফরোয়ার্ড থিও ওয়ালকট। দুটি গোলেই অবদান ছিল পুরো ম্যাচে দুর্দান্ত খেলা সানচেসের।
প্রথমার্ধের ৭ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড থিও ওয়ালকট গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। ২৬তম মিনিটে আবারও ওই দুজনের দারুণ বোঝাপড়া। সতীর্থকে বল বাড়িয়ে চোখের পলকে ডি-বক্সে ঢুকে পড়েন ওয়ালকট। সময় নষ্ট না করে প্রথম ছোঁয়ায় রক্ষণচেরা ফিরতি পাস দেন সানচেস। ফাঁকায় বল পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করতে কোনো ভুল হয়নি ইংলিশ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল বাসেল। তবে হাত বাড়িয়ে কর্নারের বিনিময়ে ঠেকান কলম্বিয়ার গোলরক্ষক দাভিদ অসপিনা।
৮৯তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে অ্যালেক্স চেম্বারলেইন ডি-বক্সে ঢুকে পড়লেও কাঙ্ক্ষিত গোল পাননি। এভাবে বাকি সময়ে অনেক আক্রমণ ও পাল্টা আক্রমণ হলেও কোনো দলই আর গোল করতে পারেনি। দুই রাউন্ড শেষে আর্সেনালের পয়েন্ট ৪।
0 comments:
Post a Comment