সিনেমায় অভিষেক হতে যাচ্ছে ভারতীয় বাংলা টেলি সিরিজ 'বোঝে না সে বোঝে না'র নায়ক ইয়াশ দাশগুপ্ত'র।
প্রথমবার জুটিবদ্ধ হয়ে কাজ করলেন মিমি-ইয়াশ। আর প্রথমবারেই বাজিমাত করতে চলেছে এ জুটি।
এমনই ধারণা চলচ্চিত্র সংশ্লিষ্টদের। সিনেমার শুটিং হয়েছে তুরস্কে। শুটিং শেষে দেশে ফিরেছে গ্যাংস্টার টিম।
তুরস্কের সেনা অভ্যুত্থানের চেষ্টার সময় এই সিনেমার শুটিং চলছিল।
'গ্যাংস্টার' ছবিটি পরিচালনা করেছেন বিরসা দাশগুপ্ত। ভেঙ্কটেশ ফিল্মসের এই ছবিটি মুক্তি পাবে এই পূজাতে। ছবির ট্রেলর ইউটিউবে প্রকাশ পেয়েছে অনেক আগেই। ছবির গানগুলো অসাধারণ।
শনিবার এই সিনেমার আরেকটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে। 'চাইলে' শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিন্দম ও মাহের আল হালাবি।
বাণিজ্যিক ছবির সেই ক্লিশে, ছকবাঁধা সিকোয়েন্সে ভরপুর হলেও ভিডিওর মেকিং বেশ স্মার্ট। আশা করা যায়, ছবির মেকিংও তেমনই হবে। বিরসা দাশগুপ্তের থেকে এইটুকু আশা করাই যায়।
গত বছরও পূজাতে মুক্তি পেয়েছিল বিরসার ছবি 'শুধু তোমারই জন্য'। বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল শ্রাবন্তী-দেব-মিমি-সোহমের সেই ছবি।
0 comments:
Post a Comment