প্রযোজনা প্রতিষ্ঠান জাজের নৌকায় পা দিয়ে দুটি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করে নায়িকা খেতাব পেয়েছেন ফাল্গুনী রহমান জলি। তাই এতদিন যৌথ প্রযোজনার নায়িকার খেতাব নিয়ে সমালোচনা শুনতে হয়েছে তাকে। তবে এবার ভিন্ন খবর দিলেন তিনি।
গল্পকার ইমদাদুল হক মিলনের গল্প অবলম্বনে নির্মিত ছবিটির পরিচালনা করবেন নাদের চৌধুরী।
এ প্রসঙ্গে জলি বলেন, ‘অনেকে আমাকে শুধু যৌথ প্রযোজনার নায়িকা বলে থাকেন। তাই এবার একেবারে দেশী প্রযোজনার ছবিতে অভিনয় করতে যাচ্ছি। ছবিতে অভিনয়ের সব কথা শেষ। শিগগিরই শুটিং শুরু করার জন্য প্রস্তুত হচ্ছি। আশা করি দর্শকরা ভালো একটি গল্পের সামাজিক ছবি পাবেন।’
আগামী মাসের ১০ তারিখ থেকে ভোলায় ছবিটির শুটিং শুরু হতে পারে বলে জানিয়েছেন পরিচালক। তবে ছবিটিতে জলির বিপরীতে নায়ক হিসেবে কে থাকছেন সেটা এখনও জানাননি পরিচালক।
উল্লেখ্য, ‘নিয়তি’ ও ‘অঙ্গার’ নামের দুটি ছবিতে অভিনয় করছেন জলি। তথ্যমতে দুটি ছবি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে। এ ছাড়াও ছবিতে জলির অভিনয় নিয়েও উঠেছে প্রশ্ন। এবার দেখা যাক মেয়েটি এবার কোথায় যাবেতে কতটা আলো ছড়াতে পারেন জলি। এ প্রসঙ্গে জলি বলেন, ‘আমি তো ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন। এখনও শিখছি। আমার মনে হয় আমার পারফর্মেন্স নিয়ে সমালোচনার সময় এখনও হয়নি। আশা করি শুভাকাক্সক্ষীরা বিষয়টি বুঝতে পারবেন।’
0 comments:
Post a Comment