এবারের আশুরার তাজিয়া মিছিলে ছুরি, কাঁচি ও বল্লম নিয়ে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বৃহস্পতিবার সকালে মিরপুরে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের ডগ স্কোয়াড শাখার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আসন্ন পূজা এবং আশুরায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।
কমিশনার বলেন, এক হাজার ৩৩২ বছর আগে এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। এরপর থেকে হিজরি পঞ্জিকার ১০ মহররম মুসলিম বিশ্বে আশুরা পালিত হয়। আশুরা উপলক্ষে পুরান ঢাকায় হোসনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল বের হয়। কারবালার রক্তাক্ত স্মৃতি স্মরণে এ সময় অনেককে ‘হায় হোসেন-হায় হোসেন’ মাতম তুলে নিজের দেহে আঘাত করে রক্ত ঝরাতে দেখা যায়। এ কারণে অনেকেই ছুরি, কাঁচি, বল্লম ও শেকল বহন করেন।
কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আমরা পুলিশ, র্যাব ও স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রতিটি মণ্ডপের আলাদা আলাদা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া আশুরার দিন হোসেনী দালান থেকে যে মিছিলটি বের হয়, তারা শিকল দিয়ে নিজেদের বেঁধে দা, কাঁচি, ছুরি, বল্লম নিয়ে বের হতো। আমরা তাদের ডেকে বলেছি, নিরাপত্তার কারণে এসব নিয়ে মিছিল করা যাবে না।
কমিশনার বলেন, এটা কোনো ধর্মীয় অনুশাসন নয়। তারা এরই মধ্যে আমাদের কথা দিয়েছে, এ ধরনের কাজ এবার তারা করবে না। গত বছর তাজিয়া মিছিলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। আর তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় ভোররাতে হোসানী দালানে জঙ্গি বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটেছিল। এবার হিন্দুদের দুর্গা পূজা এবং মুসলমানদের আশুরা একই সময়ে পড়ায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা পুলিশ, র্যাব এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রতিটি মণ্ডপের জন্য আলাদা আলাদা ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া ক্রিকেট খেলা চলায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওই সব এলাকায় নিরাপত্তা দিতে কাজ করবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদের মধ্যে রয়েছে পুলিশ, গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ, আনসার সদস্য, র্যাব ও ডগ স্কোয়াড।
রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে শতভাগ নিরাপত্তা দিতে এ ডগ স্কোয়াড বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান কমিশনার।
0 comments:
Post a Comment