Friday, September 30, 2016

ইউটিউবে ‘বুবলী বুবলী বুবলী’ ইউটিউবে ‘বুবলী বুবলী বুবলী’

ইউটিউবে ‘বুবলী বুবলী বুবলী’




বিনোদন ডেস্ক: এবারের ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান ও নবাগত বুবলী অভিনীত সিনেমা বসগিরি। সিনেমাটি পরিচালনা করেছেন শামিম আহমেদ রনি। এই সিনেমার ‘বুবলী বুবলী বুবলী’ শিরোনামের একটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে। শুক্রবার মুক্তি পাওয়া এই গানটি রবিবার পর্যন্ত ২ লাখ ১০২৪১ জন দর্শক দেখেছেন। গানটি লাইক করেছেন ২ হাজার ৮৭১ জন দর্শক। দর্শকদের মধ্যে ৮৩৯ জন গানটি নিয়ে কমেন্টস লিখেছেন।
শাকিল খান নামের এক দর্শক লিখেছেন, ‘২০১৬ সালের সেরা ছবি বসগিরি। বস শুভ কামনা রইলো।’
রাহাত খান লিখেছেন, ‘নতুন ভাবে জন্ম নিয়েছে শাকিব।’
সিনেমা বোদ্ধা না হয়েও ইমরান হোসেন লিখেছেন, ‘সব কিছুই সুন্দর। কিন্তু গানের সঙ্গে নাচের গতি একটু বেশিই হয়ে গেছে। কিন্তু কোরিওগ্রাফি অসাধারণ।’
মনির আকবর লিখেছেন, ‘কি গান রে ভাই! দেইখা মাথা পুরাই হিট। শাকিব পারবে সালমান খানকে টপকে দিতে। কলকাতায় বসগিরি রিলিজ দেওয়া হোক। কলকাতার সবাই দেখুক শাকিবকে।’
বসগিরি সিনেমার এই গানটির চিত্রায়ন করা হয়েছৈ থাইল্যান্ডে। কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ। এস আই টুটুলের কণ্ঠে গাওয়া এ গানের কথা লিখেছেন কবির বকুল, সুর-সংগীত করেছেন শওকত আলী ইমন।

বিস্তারিত আরো  জানতে  নিচে ক্লিক  করু

https://www.blogger.com/home
Location: Bangladesh

0 comments:

Post a Comment