Friday, September 30, 2016

পাকিস্তানের হামলায় ভারতের ১৪ সেনা নিহতের দাবি

পাকিস্তানের হামলায় ভারতের ১৪ সেনা নিহতের দাবি
ভারতের সার্জিক্যাল অপারেশনের পাল্টা জবাব দেয়ার দাবি করেছে পাকিস্তান। তাদের হামলায় বেশ কয়েকজন ভারতীয় সৈন্য নিহত ও এক ভারতীয় সৈন্য আটক করা হয়েছে বলে জানায় পাকিস্তানের সেনাবাহিনী। 
দেশটির নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডনের অনলাইন সংস্করণে বৃহস্পতিবার রাতে এ খবর প্রকাশ করা হয়। 
বলা হয়, জিও নিউজের এক টক শোতে পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর বলেন, হামলায় দুটি জায়গায় ১৪ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। দুই দেশের সীমান্তের টাট্টা পানি এলাকায় এ ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা বিশ্লেষক মেজর জেনারেল ইজাজ আওয়ান হামিদ মীরের এই দাবির সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে আটক ২২ বছর বয়সী ওই সেনার নাম চন্দ্র বাবুলাল চৌহান। ভারতের মহারাষ্ট্রে প্রদেশে তার বাড়ি। তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। 
ভারতের পক্ষ থেকে এখনো অবশ্য এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে গুপ্ত হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়। এ ঘটনায় পাকিস্তান দায়ী বলে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে ভারত। পরদিন রাতেই সীমান্তে দু'দেশের মধ্যে গুলি বিনিময়ে ২ পাক সেনা নিহত হয়। 

বিস্তারিত আরো  জানতে  নিচে ক্লিক  করু





Location: Bangladesh

0 comments:

Post a Comment