Saturday, October 01, 2016

আইসিসির নিষেধাজ্ঞার মুখে ভারতীয় বোর্ড




আইসিসির নিষেধাজ্ঞার শংকায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। লোধা কমিটির সুপারিশ মেনে নিলেই এই বিপদের মুখে পড়তে পারে বিসিসিআই।

আইসিসির নীতিমালার ২.৯ নম্বর ধারায় সাফ জানিয়ে দেয়া হয়েছে, যে কোনো বোর্ডের প্রতিনিধিদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। তারা বাইরের কোনো হস্তক্ষেপে বিশেষ করে সরকারের কোনো প্রভাবে বোর্ডে কোনো পরিবর্তন আনা যাবে না।

২.৭ নম্বর ধারায় বলে দেয়া হয়েছে, সরকার বা অন্য কোনো চাপ ক্রিকেট প্রশাসনের ওপর পড়লে আইসিসি ওই বোর্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করার ক্ষমতা রাখে। এই আইনের বলেই এখন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বিসিসিআই।

তবে এই শংকা আদৌ বাস্তবে রূপ নেবে কি না এ নিয়ে প্রশ্ন আছে। কারণ গেল ২১ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেগুলোতে লোধা কমিটির নিয়ম ভঙ্গ করেছে।

তার মধ্যে রয়েছে অজয় শিরকেকে সচিবের পদে ২০১৭ পর্যন্ত ফিরিয়ে আনা। এছাড়া নতুন নির্বাচক প্যানেল নিয়েও ক্ষোভ রয়েছে ওই কমিটির। তাদের অভিযোগ, বিসিসিআইয়ের সভায় শুধু ২০১৫-১৬ এর সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। কিন্তু বিসিসিআই ২০১৬-১৭ সালের সিদ্ধান্তও নিয়ে ফেলেছে।

এদিকে বুধবার ভারতীয় সুপ্রিমকোর্টের পক্ষ থেকে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) একটি নোটিশ পাঠানো হয়েছে। ওয়েবসাইট।  

বিস্তারিত আরো  জানতে  নিচে ক্লিক  করু

https://www.blogger.com/home

Location: Bangladesh

0 comments:

Post a Comment