Thursday, September 29, 2016

ব্যাটিং ব্যর্থতার দিনে বোলারদের লড়াই



এত অল্প পুঁজিতে ম্যাচ জেতার আশা হয়তো ছিল না কারোই। তবু হাল ছেড়ে দেয়নি টাইগার বোলারা। ২০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে তবু আফগানিস্তানকে শেষ ওভার পর্যন্ত খেলতে বাধ্য করার কৃত্বিত্বটা বোলারদের।
১৮৯ রানে আফগানিস্তানের ৭ম উইকেটের পতনের পর কিছুটা আশাবাদী হয়েছিল বাংলাদেশের দর্শকরা। কিন্তু শেষটা হয়নি নিজেদের মত, যার ফলে মিরপুরে রচিত হলো আরেকটি আফগান রূপকথা।
স্বাগতিক বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনলো স্তানিকজাইয়ের দল। ২ বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌছে যায় তারা।
আফগান মিডল অর্ডারে নবি ও স্তানিকজাইয়ের ১০৭ রানের জুটিতে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। কিন্তু এরপর ১৯ রানের মধ্যে তিন উইকেট নিয়ে আশার সঞ্চার করে টাইগার বোলারা।

৪ রানের ব্যবধানে আফগান অধিনায়ক আসগর স্তানিকজাই(৫৭) এবং মোহাম্মদ নবী(৪৯) বিদায় নেয়। নবিকে এলবিডব্লিউ করেছেন অধিনায়ক মাশরাফি আর স্তানিকজাই সাব্বিরকে ক্যাচ দিয়েছেন অভিষিক্ত মোসাদ্দেকের বলে। এরপর রশিদ খানকে ফেরান সাকিব। তবে আফগান লেট অর্ডার শেষটা নিজেদের করে নিয়েছে। ৪৭ রানে ৪ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

এর আগে মিরপুরে এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাট করতে নেমে ৪৯ দশমিক ২ ওভারে ২০৮ রানে অল আউট হয় বাংলাদেশ। অভিষেক ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত নৈপূণ্যে ব্যাটিং বিপর্যয়ের পর দুইশো পার হয় বাংলাদেশের রান। মোসাদ্দেক অপরাজিত ৪৫ রান করেন। 

আজ সংযতভাবে ইনিংস শুরু করলেও তা ধরে রাখতে পারেনি মাশরাফির দল। একের পর এক ব্যাটসম্যান বিদায় নিতে থাকেন। স্বাগতিক দল মোসাদ্দেক চমকের আগে পর্যন্ত ৬ উইকেট হারায় মাত্র ৪৩ রান সংগ্রহ করতে।
আর দুই ওপেনার বিদায়ের পরও বাংলাদেশের স্কোর যেখানে ছিল ২ উইকেটে ১১১, সেখান থেকে ২০৮ রানে অল আউট হবে, তা কেউই ভাবতে পারেনি। আফগান আক্রমণের মুখে কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি।
তামিম ইকবাল (২০), সৌম্য সরকার (২০), মাহমুদুল্লাহ (২৫), মুশফিকুর রহীম (৩৮), সাকিব আল হাসান (১৭), সাব্বির রহমান (৪), মাশরাফি মর্তুজা (২), তাইজুল ইসলাম (১০), তাসকিন আহমেদ (০), রুবেল হোসেনরা (১০) আউট হন।
রশিদ খান নেন ৩ উইকেট। এছাড়া মোহাম্মদ নবি এবং মিরওয়াইজ আশরাফ নেন ২টি করে উইকেট।

বিস্তারিত আরো  জানতে  নিচে ক্লিক  করু




Location: Bangladesh

0 comments:

Post a Comment