Tuesday, October 04, 2016

রেলে যুক্ত হচ্ছে ২শ’ যাত্রীবাহী কোচ একনেকে ৮ প্রকল্প অনুমোদন

রেলে যুক্ত হচ্ছে ২শ’ যাত্রীবাহী কোচ
বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহ এবং পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনসহ মোট তিন হাজার ৪৮৮ কোটি ২০লাখ টাকা ব্যয় সম্বলিত ৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে দুটি সংশোধিত প্রকল্প রয়েছে। 
 
মঙ্গলবার শেরে বাংলা নগরে এনইসি মিলনায়তনে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে একনেক এর পক্ষ থেকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএন-উইমেন এবং গ্লোবাল পার্টনারশীপ ফোরাম জেন্ডার ইক্যুয়ালিটি ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন ও গ্লোবাল পার্টনারশীপ ফোরাম এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড প্রদান করায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিকল্পনা মন্ত্রী। 
 
একনেক এর পক্ষ থেকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানসহ আইসিটিখাতে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়কে শুভেচ্ছা জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, মর্যাদাপূর্ণ এ সকল আন্তর্জাতিক পুরস্কার বিশ্বে বাংলাদেশকে অনেক উঁচুতে পৌছে দিয়েছে। 
 
পরিকল্পনা মন্ত্রী একনেক সভা শেষে সাংবাদিকদের বিস্তারিত উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নেত্রকোনা জেলার ওপর দিয়ে প্রবাহিত সুরেশ্বরী নদীর নাব্যতা রক্ষায় নদীটিতে ড্রেজিংয়ের ব্যবস্থা গ্রহণ ও সুরেশ্বরী নদীর মূল্যবান বালু-সম্পদ কাজে লাগাতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন। 
 
তিনি জানান, প্রধানমন্ত্রী নেত্রকোনার বিজয়পুরসহ আশ-পাশ এলাকার মুল্যবান চীনা মাটি উত্তোলনে পরিবেশ ও প্রতিবেশের ওপর কিরূপ প্রভাব ফেলবে সে বিষয়টি গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। মঙ্গলবার সভায় ৫৯ কোটি টাকা ব্যয়ে সুরেশ্বর খাল পুনঃখনন ও নিষ্কাশন প্রকল্প অনুমোদন দেয়া হয়।
 
পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে ৫৮৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পটি অনুমোদন করা হয়। এই প্রকল্পটিতে নাসিং কলেজ অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। 
 
সেইসাথে সুনামগঞ্জে একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। 
 
মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৫০ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ঢাকা সেনানিবাসে অবস্থিত প্রয়স এর উন্নয়ন ও সম্প্রসারন (২য় পর্যায়) প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য দেশের প্রতিটি সেনানীবাসে প্রয়াস শিক্ষা প্রতিষ্ঠান এর শাখা স্থাপনের জন্য প্রধানমন্ত্রী পরামর্শ দেন।
 
সভায় বাংলাদশে রেলওয়ের জন্য ৯২৭ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ২০০টি নতুন মিটারগেজ (এমজি) যাত্রীবাহী কোচ সংগ্রহের প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। সভায় জানানো হয়েছে, রেলওয়েতে মোট ১১৬৫টি এমজি যাত্রীবাহী কোচ রয়েছে। এরমধ্যে ৪৫৬টি কোচের বয়স ৩৫ বছরের বেশি। ১৩৫টি কোচ ৩১ বছরের পুরোনো। 
 
রেলওয়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্রডগেজ ও মিটারগেজ, সবমিলিয়ে ১১২০টি কোচ সংগ্রহ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০০টি কোচ সংগ্রহের প্রকল্পটি চীনা সহায়তায় বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পে চীনের অর্থায়ন পাওয়া যাবে প্রায় ৭১৩ কোটি ৫২ লাখ টাকা। ২০২০ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 
একনেক সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্পসমূহ হচ্ছে, ১৩৯৯ কোটি ৮৩ লাখ টাকা ব্যযে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের গ্রামীণ বিদ্যুতায়ন প্রকল্প (৩য় সংশোধিত)। ৩১৬ কোটি টাকা ব্যয়ে শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দূর্গাপুর জেলা মহাসড়ককে জাতীয় মহাসড়কমানে উন্নয়ন প্রকল্প। এ প্রকল্পটি সম্পূর্ণ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার ৯৬ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ঢাকার আজিমপুরে জুডিসিয়াল কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রকল্প অনুমোদ দেয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আজিমপুর কলোনীর ৪৩ ও ৪৪ নং ভবন ভেঙ্গে ২০ তলার আবাসিক ভবন নির্মাণ করা হবে। চলতি বছর শুরু হয়ে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রায় ১১৪টি ফ্লাট নির্মাণ করা হবে। 

আরো খবর জানতে ক্লিক করুন 



বেচা-কেনা করতে ক্লিক করুন
Location: Bangladesh

0 comments:

Post a Comment