Tuesday, October 04, 2016

বাংলাদেশির বিরুদ্ধে মার্কিন সেনা হত্যার পরিকল্পনার অভিযোগ

বাংলাদেশির বিরুদ্ধে মার্কিন সেনা হত্যার পরিকল্পনার অভিযোগ

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর হয়ে মার্কিন সেনা হত্যার পরিকল্পনার অভিযোগে এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। নিলাশ মোহম্মদ দাস (২৪) নামের ঐ ব্যক্তি ম্যারল্যিান্ডের হ্যাটসভিলিতে বসবাস করেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই তথ্য জানিয়েছে। 
 
সোমবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার নেলাসকে আদালতে হাজির করা হয়। বৃহস্পতিবার শুনানি না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার নির্দেশ দেয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে মার্কিন বিচার বিভাগ একথা জানিয়েছে।
 
গত জুলাইয়ে গোপন সংবাদদাতাকে নিলাশ বলেছিলেন, তিনি একজন মার্কিন সেনাকে হত্যা করতে চান। 
 
মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, সংবাদদাতা নিলাশকে মিথ্যাভাবে এক সেনা সদ্যসের খোঁজ জানান। তাকে বিশ্বাস করান হামলা করলে তাকে ৮০ হাজার ডলার দেবে আইএস। 
 
পরিকল্পনা অনুযায়ী একটি বাড়িতে হামলা চালাতে গেলে গত ৩০ সেপ্টেম্বর নিলাশকে আটক করে জেল হাজতে নেয় এফবিআই। 
 
মার্কিন নাগরিক নিলাশ ১৯৯৫ সাল থেকে যুক্তরাষ্ট্রে বাস করছেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হতে তার সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।


Location: Bangladesh

0 comments:

Post a Comment