আগেই শোনা যাচ্ছিলো ফুটবল বিশ্বকাপে দলের সংখ্যা বাড়তে পারে। এর পক্ষে অবস্থান নিয়েছিলেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার বিশ্বকাপের চূড়ান্ত আসর ৪৮টি দেশ নিয়ে আয়োজনের প্রস্তাব দিলেন তিনি।
প্রস্তাবে তিনি বলেন,শুরুতে এক ম্যাচের নকআউট রাউন্ডে ১৬টি দল বাদ পড়বে। এরপর ৩২টি দল নিয়ে বর্তমান ফরম্যাটের মতো গ্রুপ পর্ব শুরু হবে।
আগামী জানুয়ারিতে ৪৮টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন নিয়ে পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন ফিফা সভাপতি। তিনি বলেন,‘আমরা পরিকল্পনাগুলো নিয়ে এ মাসে আলোচনা করবো। ২০১৭ সালের মধ্যে সব কিছু নিয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে।’
আরো খবর জানতে ক্লিক করুন
অর্থনীতি সম্পর্কে জানতে ক্লিক করুন
0 comments:
Post a Comment