চট্টগ্রামের রাউজান উপজেলায় এবার জীবন্ত মায়ের পূজার আয়োজন চলছে। উপজেলার নোয়াপাড়া ডুল্লা পাড়া মন্দিরে নবমীতে এ পূজার আয়োজন করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে রাউজানে এখন সাজ সাজ রব। এবার এ উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ২২২টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুধু পৌরসভা এলাকাতেই হবে ৪৮টি পূজা।
হিন্দু সম্প্রদায়ের বৃহৎ উৎসবকে ঘিরে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও ব্যবস্থা নেয়া হয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন দুর্গা মন্দিরে ঘুরে দেখা গেছে, প্রায় প্রত্যেকটি মন্দিরে দুর্গাপূজার চূড়ান্ত প্রস্তুতি চলছে। মন্দিরগুলিতে দেবী দুর্গা, মহাদেব, লক্ষী, সরস্বতী, কার্ত্তিক, গণেশসহ দেব-দেবীর প্রতিমা নির্মাণ শেষ। চলছে সাজ-সজ্জার কাজ।
জানা গেছে, আসন্ন দুর্গাপূজাকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মন্দিরে মন্দিরে গঠন করা হয়েছে পূজা উদযাপন কমিটি।
দক্ষিণ রাউজান পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল বলেন, প্রতিবছরের মত এবারো দুর্গা উৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। তবে এবারই প্রথম রাউজানে জীবন্ত মায়ের পূজা অনুষ্ঠিত হবে নোয়াপাড়া ডুল্লা পাড়া মাতৃমন্দিরে।
পরিষদের সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্ত্তী বলেন, নবমীতে জীবন্ত মায়ের পূজায় ব্যাপক লোকের সমাগম হবে।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামীম হোসেন বলেন, এবার উপজেলায় পূজামণ্ডপের সংখ্যা বেশি। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে ব্যপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
0 comments:
Post a Comment