Thursday, October 06, 2016

অ্যান্ডি মারেকে দুদফা উত্ত্যক্ত করেছেন এক নারী!





নিজ হোটেল কক্ষে স্কটিশ টেনিস তারকা অ্যান্ডি মারেকে এক নারী দুদফা উত্ত্যক্ত করেছেন বলে অভিযোগ করেছেন খোদ মারে নিজেই।

অলিম্পিকে দুবারের সোনাজয়ী মারে বলছেন, তাকে এক মহিলা হোটেল কক্ষে ঢুকে উত্ত্যক্ত করেছেন। একবার নয়, দুবার। দুটি আলাদা শহরে এবং আলাদা টুর্নামেন্টে।

তিনি বলেন, একবার রোটেরডামে এক টুর্নামেন্টে খেলতে গিয়ে তিনি দেখেন তার হোটেল রুমে এক মহিলা ঢুকে পড়েছেন। ওই মহিলা তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করছেন।

সেখানে ওই মহিলা নিজেকে হোটেল কর্মী হিসেবে পরিচয় দেন। এরপর আবার সেই মহিলা মারেকে বিরক্ত করেন বার্সালোনায়।

মারে বলেন, ওই মহিলা তার ভক্ত নাকি তা তিনি জানেন না। তবে ঘটনাগুলো তাকে বিব্রত করেছে।

নোভাক জকোভিচকে এক নম্বর র‌্যাংকিং থেকে সরানোর সুযোগ আছে মারের। সেক্ষেত্রে চায়না ওপেনে এই স্কটিশ তারকাকে চ্যাম্পিয়ন হতে হবে।
Location: Bangladesh

0 comments:

Post a Comment