বাজারে এসেছে ডেল সিরিজের ভস্ট্রো-১৪ ৫৪৫৯ মডেলের নতুন স্টাইলিশ ল্যাপটপ। মনেট নামে পরিচিত ইনটেল ষষ্ঠ প্রজন্মের কোর আই সেভেন প্রসেসরযুক্ত এই ল্যাপটপে রয়েছে ৮ জিবি র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৪ ইঞ্চি ডিসপ্লে, এনভিডিয়া জিফোর্স ৯৩০ এম মডেলের ৪ জিবি গ্রাফিকস কার্ড, ব্লুটুথ ও ওয়েবক্যাম। সোনালি ও ধূসর রঙে ল্যাপটপটি বাংলাদেশের বাজারে ছেড়েছে স্মার্ট টেকনোলজিস। ২ বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি। ল্যাপটপটির দাম ৭৫ হাজার ৫০০ টাকা। (বিজ্ঞপ্তি)
“বিস্তারিত আরো জানতে ক্লিক করুন
নিচের লিংকে”-
0 comments:
Post a Comment