চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ে আগামী মাস থেকে ভারতে স্মার্টফোন তৈরি শুরু করবে। গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চেন্নাইয়ের ফ্লেক্সট্রনিকস ইন্টারন্যাশনাল লিমিটেড নামের এক ইলেকট্রনিক পণ্য নির্মাতার সঙ্গে মিলে উৎপাদন কারখানা চালাবে হুয়াওয়ে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, বর্তমানে ভারত দ্রুত বর্ধনশীল স্মার্টফোনের বাজার হিসেবে চীনের হুয়াওয়ে ও শিয়াওমির মতো প্রতিষ্ঠানকে আকৃষ্ট করছে।
হুয়াওয়ে ইন্ডিয়ার প্রধান নির্বাহী জে চেন বলেন, ১৬ বছর ধরে ভারতে রয়েছে হুয়াওয়ে। ভারতকে লক্ষ্য করে এ বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে কাজ করে যাচ্ছে।
“বিস্তারিত আরো জানতে ক্লিক করুন
নিচের লিংকে”-
0 comments:
Post a Comment