Tuesday, September 27, 2016

বিপিএলের ৭ আইকন




বিপিএলের চতুর্থ আসরের প্লেয়ারস ড্রাফট আগামী ৩০ সেপ্টেম্বর। এর আগে বিপিএল কর্তৃপক্ষ চলতি আসরের জন্য সাত আইকন খেলোয়াড়ের তালিকা ঠিক করেছেন। আর তারা হলেন, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও সৌম্য সরকার। গত আসরে আইকন নাসির এ তালিকা থেকে বাদ পড়েছেন। এবারের বিপিএলে ‘আইকন’ না রাখার চিন্তাভাবনা হয়েছিল প্রথমে। তবে ২২ সেপ্টেম্বরের টেকনিক্যাল কমিটির সভায় আইকন শ্রেণি রেখেই খেলোয়াড় তালিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আর আইকনদের প্লেয়ারস ড্রাফটে তোলা হবে না। পছন্দমতো দল বেছে নেয়ার সুযোগও দেয়া হয়েছে তাদের। এদিকে আইকন শ্রেণির সাত ক্রিকেটারের সবার মূল্য সমান নয়। অনুমিতভাবেই সাকিব আল হাসান সবচেয়ে ‘দামি’ (৫৫ লাখ টাকা)। এর পরেই যথাক্রমে আছেন তামিম ইকবাল (৫০ লাখ), মুশফিকুর রহিম (৫০ লাখ), মাহমুদউল্লাহ রিয়াদ (৫০ লাখ) ও গত আসরের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (৫০ লাখ)। আর সাব্বির রহমান ও সৌম্য সরকার ( যাদের মূল্যমান ৪০ লাখ করে)। এবারের আসরে ‘এ’ ক্যাটাগরিতে ১১ জন খেলোয়াড়ের মূল্যমান রাখা হয়েছে ২৫ লাখ। ‘বি’ ক্যাটাগরির ৩৫ জনের মূল্যমান ১৮ লাখ করে, ‘সি’ ক্যাটাগরিতে ৫২ জনের ১২ লাখ করে ও ‘ডি’ ক্যাটাগরির ২৮ জনকে ৫ লাখ করে মূল্যমান রাখা হয়েছে। মোট ১৩৩ জন খেলোয়াড়কে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের লটারি। আগামী ৪ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর।

“বিস্তারিত আরো জানতে ক্লিক করুন নিচের লিংকে”-

Location: Bangladesh

0 comments:

Post a Comment