দল একের পর এক ম্যাচ জিতলে কোচ-টিমমেট একে অপরকে প্রশংসায় ভাসায়। আর কয়েকটা ম্যাচ হারলেই বদলে যায় চিত্র। দুষতে থাক একে-অপরকে।
রিয়াল মাদ্রিদের ব্যাপারটিও সেইরকম। লা লিগায় দুরন্ত শুরু করেছিল জিদানের দল। আসেন্সিও, মোরাতাদের কতই না প্রশংসা তখন শোনা যেত কোচের কণ্ঠে। কিন্তু টানা দুটি ম্যাচ ড্র করেই বিভিন্ন সমস্যায় জর্জরিত রিয়াল। লাস পামাস ম্যাচে রোনাল্ডোকে তুলে নেয়া নিয়ে এখনও বিতর্ক অব্যাহত ড্রেসিং-রুমে।
স্প্যানিশ মিডিয়ার একাংশের দাবি, মাঠ ছাড়ার সময় জিদানের প্রতি অশ্লীল শব্দ আওড়েছেন সিআরসেভেন। কোচ অবশ্য সাফ জানিয়েছেন, দলের স্বার্থে পুনরায় কখনও যদি রোনাল্ডোকে তুলে নেয়ার প্রয়োজন হয় তা তিনি আবার করবেন। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের অত্যন্ত স্নেহভাজন রোনাল্ডো।
অনেকের ধারণা, প্রথম একাদশ বাছার ক্ষেত্রে পর্তুগিজ সুপারস্টারটির মতামত যথেষ্ট গুরুত্ব পেয়ে থাকে। এমনকী, রিয়ালে নিজের গোষ্ঠীর ফুটবলারদের স্টার্টিং লাইন-আপে রাখতে কোচের উপর জোর খাটান রোনাল্ডো। তার জন্যই বেনজেমা ছন্দে না থাকলেও প্রথম একাদশে খেলে চলেছেন।
প্রথম মৌসুমে ক্লাবকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দিয়েছেন জিদান। তাই ফরাসি কিংবদন্তিটিকে এই মুহূর্তে চটাতে চাইছেন না ফ্লোরেন্তিনো পেরেজ। তার আশা, অচিরেই এই অভ্যন্তরীণ কলহ মিটে যাবে।
তবে, রিয়াল অনুরাগীদের সমর্থন কিন্তু কোচ জিজুর দিকেই।
সম্পর্কটা এক সময় এতটাই মধুর ছিল
মঙ্গলবার সিগনাল ইডুনা পার্কে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের চ্যালেঞ্জ সামলাতে হবে রিয়াল মাদ্রিদকে। তার আগে রোনাল্ডো-জিদান সম্পর্ক কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার। গ্রুপ-এফ’এর প্রথম ম্যাচে জয় পেয়েছে দুই দলই। পোল্যান্ডের লেজিয়া ওয়ারশ’কে হাফ ডজন গোলে চূর্ণ করেছে ডর্টমুন্ডের ক্লাবটি। পক্ষান্তরে, রিয়াল ২-১ ব্যবধানে হার মানিয়েছে স্পোর্টিং ক্লাব অব পর্তুগালকে। ফ্রি-কিক থেকে অন্তিম মুহূর্তে জয়সূচক গোলটি করেছিলেন রোনাল্ডো। গ্রুপ শীর্ষে থেকেই পরবর্তী রাউন্ডে উন্নীত হওয়াই লক্ষ্য রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের। আর তারই পরিপ্রেক্ষিতে এই ম্যাচের যথেষ্ট গুরুত্ব রয়েছে।
এমনিতেই সিগনাল ইডুনা পার্কে রিয়াল মাদ্রিদের ট্র্যাক রেকর্ড ভালো নয়। এই মাঠে পাঁচটি সাক্ষাৎকারের মধ্যে তিনটিতে হেরেছে রিয়াল। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। তাই প্রথম একাদশ বেছে নিতে কিছুটা হলেও দুশ্চিন্তায় রয়েছেন জিদান। গত দুটি লিগ ম্যাচে তার দল প্রত্যাশা পূরণে ব্যর্থ। চোট সারিয়ে উঠে ছন্দে নেই রোনাল্ডো। উইং দিয়ে বা ‘ডাউন দ্য মিডল’ আগের মতো ঝোড়ো স্প্রিন্ট টেনে বিপক্ষের দুর্গ ভেঙে এখনও অবধি এই মৌসুমে একটি ম্যাচেও ঢুকতে পারেননি সিআরসেভেন।
গ্যারেথ বেলও কার্যকরী ভূমিকা নিতে ব্যর্থ। লাস পামাসের বিরুদ্ধে গোল পেলেও বেনজেমার মধ্যে সেই বিপজ্জনক ব্যাপারটি উধাও হয়ে গেছে। মাঝমাঠে টনি ক্রুজ-মডরিচরা গড়পরতা ফুটবল খেলছেন। রক্ষণে সের্গিও র্যামোস-পেপেরা মাঝেমধ্যেই ভুল করছেন। অর্থাৎ, দলের প্রত্যেকটি বিভাগে ড্যামেজ কন্ট্রোল করাই এই মুহূর্তে জিদানের লক্ষ্য। বিশেষজ্ঞদের ধারণা, অতিরিক্ত রোনাল্ডো নির্ভরতা না কাটাতে পারলে এই মৌসুমে বিপদ রয়েছে রিয়ালের।
গ্যারেথ বেলও কার্যকরী ভূমিকা নিতে ব্যর্থ। লাস পামাসের বিরুদ্ধে গোল পেলেও বেনজেমার মধ্যে সেই বিপজ্জনক ব্যাপারটি উধাও হয়ে গেছে। মাঝমাঠে টনি ক্রুজ-মডরিচরা গড়পরতা ফুটবল খেলছেন। রক্ষণে সের্গিও র্যামোস-পেপেরা মাঝেমধ্যেই ভুল করছেন। অর্থাৎ, দলের প্রত্যেকটি বিভাগে ড্যামেজ কন্ট্রোল করাই এই মুহূর্তে জিদানের লক্ষ্য। বিশেষজ্ঞদের ধারণা, অতিরিক্ত রোনাল্ডো নির্ভরতা না কাটাতে পারলে এই মৌসুমে বিপদ রয়েছে রিয়ালের।
চলতি মৌসুমে বুন্দেশলিগায় ভালোই শুরু করেছে বরুসিয়া ডর্টমুন্ড। তাদের সামনে রয়েছে শুধুমাত্র বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে রোনাল্ডোদের কঠিন প্রতিদ্বন্দ্বিতা মেলে ধরতে তৈরি জার্মান ক্লাবটি। গত দুটি ম্যাচে ভিয়ারিয়াল এবং লাস পামাসের হলুদ জার্সিধারীদের বিরুদ্ধে জয়ের স্বাদ পায়নি জিদানের দল। মঙ্গলবার ডর্টমুন্ডের ফুটবলারদের গায়ে থাকবে হলুদ জার্সিই। তাহলে কি আবার জয় থেকে বঞ্চিত হবে রিয়াল? ডর্টমুন্ডের সমর্থকরা এই আশাতেই বুক বেঁধেছেন।
জার্মান ক্লাবটির দুই ফুটবলারের দিকে বিশেষ নজর থাকবে জিদানের। মারিও গোৎসে এবং পিয়েরে এমেরিক অবামেয়াং, দু’জনেই ছন্দে রয়েছেন। শেষ চারটি ম্যাচে বিপক্ষের জালে কুড়িবার বল ঢুকিয়েছে জার্মান ক্লাবটি। তাই রিয়াল রক্ষণকে বাড়তি সতর্ক থাকতে হবে।
চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত ৯৪টি গোল করেছেন রোনাল্ডো। এই তালিকায় তিনিই শীর্ষে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিও মেসির গোলসংখ্যা ৮৬। এবারের গ্রুপ পর্বে গোলের সেঞ্চুরিতে পৌঁছাতে মরিয়া সিআরসেভেন। তার এই গোলের খিদেই জিদানের মূলধন।
সবমিলিয়ে ডর্টমুন্ডের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের আশা-আশঙ্কা একজনই। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
“বিস্তারিত আরো জানতে ক্লিক করুন
নিচের লিংকে”-
0 comments:
Post a Comment