তবে অধিনায়ক ইয়ন মরগ্যান এবং ওপেনার আলেক্স হেলস নিরাপত্তার কারনে আসছেন না। ফলে বাংলাদেশ সফরে ইংল্যান্ড ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। আর টেস্ট দলের অধিনায়ক হিসেবে যথারীতি থাকছেন অ্যালিস্টার কুক।
এদিকে চোটের কারণে জেমস অ্যান্ডারসন ও মার্ক উড বাংলাদেশ সফরে আসছেন না।
আগামী ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। তৃতীয় ওয়ানডে ম্যাচটি ১২ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
0 comments:
Post a Comment