Tuesday, September 27, 2016

নতুন আইফোনের চাহিদা কম

আইফোন ৭

প্রত্যাশার চেয়ে এবার নতুন আইফোনের চাহিদা অনেক কম। আইফোন ৭ বাজারে আসার সপ্তাহ খানেকের মধ্যে যে চাহিদা দেখা গেছে, তা গত বছরে বাজারে আসা আইফোন ৬ এসের প্রথম সপ্তাহের চেয়ে ২৫ শতাংশ কম।

জার্মানির বাজার গবেষণা প্রতিষ্ঠান জিএফকে ইউরোপ ও এশিয়াতে আইফোন বিক্রির চ্যানেলগুলো বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে। যুক্তরাষ্ট্রের হিসাব অবশ্য জেএফকে ধরেনি। জেএফকে বলছে, তাদের প্রতিবেদন অবশ্য বাইরে প্রকাশ করার জন্য করা হয় না। পণ্য বিক্রি বা বাজার দখলের হিসাব তারা কেবল গ্রাহকের জন্য করে দেয়। তাই আইফোনের চাহিদা কমার বিষয়টি তারা স্বীকার করেনি।
অবশ্য এর আগে আরেক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেজিআই সিকিউরিটিজের বিশ্লেষক মিং-শিকু পূর্বাভাসে বলেছিলেন, ২০১৬ সালে আইফোন বিক্রি ১৬ শতাংশ কমে যেতে পারে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের প্রথম প্রান্তিকে আইফোন ৭ ও ৭ প্লাসের জন্য চিপের ফরমাশ দেওয়ার হার ২০ শতাংশ কমাচ্ছে অ্যাপল।
এ বছরের তৃতীয় প্রান্তিকে পাঁচ কোটি ইউনিট চিপের ফরমাশ দিয়েছে অ্যাপল, যা আগামী বছরের প্রথম প্রান্তিকে মাত্র সাড়ে চার কোটি ইউনিট হবে।
বিস্তারিত আরো জানতে ক্লিক করুন নিচের লিংকে”-

0 comments:

Post a Comment