Thursday, September 29, 2016

এবার শ্রুতিতে মজেছেন রণবীর!



বলিউডের কম সুন্দরীতে মজেননি রণবীর কাপুর। কখনও সোনম কাপূর, কখনও দীপিকা, কখনও বা ক্যাটরিনা কাইফে আলোচিত ছিলেন তিনি।

অল্প কিছুদিন আগে ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপ হওয়া রণবীর এবার মজেছেন নতুন এক অভিনেত্রীর সঙ্গে। তিনি আর কেউ নন কমল হাসানের সুন্দরী কন্যা শ্রুতি হাসান।

শ্রুতি হাসান মূলত দক্ষিণী ছবিতেই পরিচিত। তবে হিন্দিতেও বেশ কিছু ছবিতে দেখা গেছে তাকে।

এই শ্রুতির সঙ্গে কয়েকদিন আগে একটি বিজ্ঞাপনের শ্যুটিং-এর সূত্রে দেখা হয়েছিল রণবীরের।

শোনা যাচ্ছে, রণবীর আর শ্রুতি প্রথম থেকেই বেশ ঘনিষ্ঠভাবে মেলামেশা-কথাবার্তা চালাচ্ছেন। রণবীর খুবই কোমল ব্যবহার করছেন এই সুন্দরীর সঙ্গে। সর্বশেষ দু’জনে একটি রেস্তোরাঁয় ডিনারে মিলিত হন।

সেখানে দু’জনে যেভাবে কথাবার্তা বলেছেন, তাতে বোঝা গেছে একে অন্যের সান্নিধ্য বেশ উপভোগ করছেন। ফলে শুরু হয়ে গেছে গুঞ্জন, তবে কি শ্রুতিই রণবীরের পরবর্তী প্রেমিকা?

এদিকে শিগগিরই রণবীরের নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মু‌শকিল’ মুক্তি পাচ্ছে। তার আগে শ্রুতির সঙ্গে প্রেমের গুঞ্জন। এটা কি তাহলে নিছক আলোচনার কেন্দ্রে আসার কৌশল? পাবলিসিটি স্টান্ট? সেই প্রশ্নও থেকে যাচ্ছে।

বিস্তারিত আরো  জানতে  নিচে ক্লিক  করু







Location: Bangladesh

0 comments:

Post a Comment