Tuesday, September 27, 2016

কোটি অনুসারীকে ধন্যবাদ


ফেসবুকে এখন প্রথম আলোর সঙ্গে আছেন ১ কোটির বেশি পাঠক, আমাদের বন্ধু ৷ ১৭ সেপ্টেম্বর বিকেলে প্রথম আলো পেজের অনুসারী ১ কোটি পূর্ণ হয়েছে ৷ এর মধ্য দিয়ে ফেসবুকে প্রথম কোনো বাংলাদেশি পেজ কোটির মাইলফলকে পৌঁছাল ৷ এটা আমাদের জন্য এক বড় আনন্দের সংবাদ ৷ এত মানুষের ভালোবাসা থেকে আমরা অনুপ্রাণিত হই ৷ সে জন্য 
প্রথম আলোর সব পাঠক ও শুভানুধ্যায়ীর উদ্দেশে বিনয়ের সঙ্গে এটুকুই শুধু বলতে চাই, আপনাদের ধন্যবাদ। আপনাদের প্রতি আমাদের শুভেচ্ছা।
ফেসবুকে প্রথম আলোর ১ কোটির বেশি অনুসারী আর ২১০টির বেশি দেশ ও অঞ্চলে প্রতিদিন ৫৫ লাখ পাঠক সঙ্গে আছেন বলেই প্রথম আলো আজকের প্রথম আলো হয়েছে।
২০১০ সালের নভেম্বর মাসে আমাদের এই ফেসবুক পেজ যাত্রা শুরু করেছিল ৷ ২০১৪ সালের ২২ জানুয়ারি এটি ফেসবুকে স্বীকৃতি পায় (ভেরিফায়েড হয়)৷ তখন আমাদের অনুসারী ছিলেন প্রায় পৌনে ১০ লাখ৷ গত ২ বছর ৮ মাসে এই পেজের অনুসারী বেড়েছে ১০ গুণের বেশি৷ ব্যক্তি, প্রতিষ্ঠান, ব্র্যান্ড ইত্যাদি সব ক্যাটাগরিতে বাংলাদেশের ফেসবুক পেজগুলোর মধ্যে প্রথম আলোর পেজে অনুসারী এখন সবচেয়ে বেশি ৷
‘মিডিয়া’ ক্যাটাগরিতে সারা পৃথিবীর ফেসবুক পেজগুলোর মধ্যে প্রথম আলোর অবস্থান এখন ৯১তম ৷ ভারতের টাইমস অব ইন্ডিয়ার অবস্থান ১০৭ এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসের অবস্থান ৬০ ৷ এই তালিকার শীর্ষে আছে খোদ ফেসবুক, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, ইউটিউব ও ডিজনির মতো নাম ৷
পৃথিবীর বিভিন্ন দেশে সাধারণত ব্যক্তি, খেলা বা বিনোদনজগতের তারকাদের অনুসারী সবচেয়ে বেশি থাকে৷ অন্য কোনো দেশে গণমাধ্যমের কোনো পেজ অনুসারীর দিক দিয়ে শীর্ষে আছে বলে আমাদের জানা নেই৷ বাংলাদেশ এখানে ব্যতিক্রম ৷
এখন প্রথম আলোর পেজে অনুসারীর সংখ্যা ১ কোটি ৮৫ হাজার। বাংলাদেশের কোনো ফেসবুক পেজে প্রথমবারের মতো ১ কোটি অনুসারী পূর্ণ হওয়ার আনন্দময় উপলক্ষটি আমরা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই।
প্রথম আলোর সঙ্গে থাকার জন্য আপনাদের আবারও ধন্যবাদ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আমাদের সব ভালোবাসা।

“বিস্তারিত আরো জানতে ক্লিক করুন নিচের লিংকে”-

Location: Unknown location.

0 comments:

Post a Comment