Thursday, September 29, 2016

ম্যারাডোনার বিরুদ্ধে সাবেক স্ত্রীর মামলা!

ক্লদিয়ার সাথে ম্যারাডোনা : ফাইল ছবি

আবার এক অবৈধ পুত্রসন্তানের খোঁজ মিলল দিয়েগো ম্যারাডোনার। বিশ্ব ফুটবলের রাজপুত্রকে এজন্য নতুন করে আদালতে টেনে নিয়ে যেতে চলেছেন তার প্রাক্তন স্ত্রী ক্লদিয়া ভিলাফেন। 
কিছুদিন আগেই দিয়েগো জুনিয়র নামের এক ২৯ বছরের যুবককে নিজের পুত্র বলে মেনে নিয়েছিলেন ম্যারাডোনা। এবার আসরে অবত্তীর্ণ যিনি, তার নাম স্যান্টিয়াগো লারা। বয়সও নেহাতই কম। মাত্রই ১৫ বছর। সে নিজেকে দাবি করছে ম্যারাডোনার ছেলে বলে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন ছিয়াশি বিশ্বকাপের নায়কের প্রথম স্ত্রী ক্লদিয়া। তার দাবি, ম্যারাডোনার এই দুই অবৈধ সন্তান তার বিবাহ-‌বহির্ভূত সম্পর্কের ফসল। এই দুজনেরই বয়স যা, তাতে স্পষ্ট, ক্লদিয়ার সঙ্গে বৈবাহিক সম্পর্কে যুক্ত থাকার সময়েই ম্যারাডোনা নতুন করে অন্য কারোর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে পড়েন। এ জন্যই ক্ষিপ্ত ক্লদিয়া ম্যারাডোনার বিরুদ্ধে আইনের রাস্তায় হাঁটতে চাইছেন। নৈতিকতার প্রশ্ন তুলে। 

বিস্তারিত আরো  জানতে  নিচে ক্লিক  করু





Location: Bangladesh

0 comments:

Post a Comment